
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দের ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার (২১ অক্টোবর) সকালে শহরের প্রধান সড়কে কেন্দ্রীয় মসজিদ চত্বরে ঘণ্টাব্যাপী বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে স্বতন্ত্র পরিদপ্তর গঠনসহ ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেডের মর্যাদা প্রদান করে আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করা ও ২০১৩ সালের স্থগিত নিয়োগ প্রত্রিয়া চালুসহ ৬ দফা দাবি তুলে ধরা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর