
টাঙ্গাইলের নাগরপুরে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২১অক্টোবর) বিকালে উপজেলার চরসলিমাবাদ (ভূতের মোড়) যমুনা নদী হতে দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর, বাককাটারি ও কামুটিয়া পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ও সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের নেতৃত্বে সেনা বাহিনীর মেজর মো. হাফিজুর রহমান ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম যৌথ ভাবে এ অভিযান চালান।
এ সময় নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমানসহ সেনা বাহিনী, পুলিশ, ভূমি ও মৎস্য অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
অভিযান পরিচালনার খবর পেয়ে জেলেরা নদীতে জাল ফেলে পালিয়ে যায়। পরে মাছ শিকার করার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর