জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চায়না ন্যাশনাল স্পেস এডমিনিস্ট্রেশনের সমঝোতা স্মারকের আলোকে চাইনিজ কমার্শিয়াল স্যাটেলাইট Gaufen-3 এর ডেটা পেতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষ্যে সোমবার বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে এসেছে চায়নিজ অ্যাকাডেমি অফ সায়েন্সের প্রফেসর প্রফেসর ইয়ু ওয়েইয়াং নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এদিন তারা জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সঙ্গেও সাক্ষাৎ করেন।
এসময় উপাচার্য বলেন, যেহেতু বাংলাদেশ এবং চীন তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সম্প্রতি একটি ভিন্ন উচ্চতায় গড়ে তুলেছে, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে চীন থেকে বাংলাদেশে প্রযুক্তি স্থানান্তরের যথেষ্ট সুযোগ দেখতে পাচ্ছি।
এ সময় চীনের প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল ডেটা নোড সার্ভার স্থাপনের মাধ্যমে বাংলাদেশের মতো দুর্যোগপ্রবন দেশে স্যাটেলাইট বেজড আর্থ অবজারভেশন গবেষণাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড রিফাত মাহমুদ বলেন, আমরা বাংলাদেশের মেঘলা আবহাওয়া বিবেচনা করে GAOFEN ডেটা ব্যবহার করতে পারি এবং আমাদের বন ও জলাভূমি সম্পদ পর্যবেক্ষণ করতে পারি। যেহেতু জিএফ-৩ সক্রিয় সেন্সর, সেন্সরের সি ব্যান্ড বাস্তুতন্ত্রের স্বাস্থ্য পর্যবেক্ষণে ব্যবহার করা যেতে পারে।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, উভয় পক্ষের মধ্যে সহযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে, আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলা, টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনায় জিএফ-৩ স্যাটেলাইট ডেটা ব্যবহার করতে পারি এবং জ্ঞান এবং ফলাফল ভাগ করে নিতে পারি যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জবিতে স্থাপিত সার্ভারটি তত্ত্বাবধান করবেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড আব্দুল কাদের, সহযোগী অধ্যাপক ড. রিফফাত মাহমুদ, ড. আব্দুল মালেক, সহকারী অধ্যাপক খন্দকার তানভীর হোসেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর