দীর্ঘদিন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদী দখল করে পাথর প্রভাবশালী ও আওয়ামী লীগ নেতারা পাথর উত্তোলন করছেন। সম্প্রতি দখলদাররা মালিকানা খাস জমি দখল করেও পাথর উত্তোলন করছেন। ভুক্তভোগীরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় ভূমি দস্যুদের হাত থেকে নদী রক্ষায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবার ও পরিবেশ আন্দোলন।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে শালবাহান ও বুড়াবুড়ি এলাকাবাসীর আয়োজনে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের, এলাকাবাসী ,মাহফুজুর রহমান, মসিরুল হক, মজিবুল হক, প্রমূখ।
বক্তারা বলেন, ১৫ বছর আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের নেতা শেখ কামাল ও তার লোকজন দিয়ে অবৈধভাবে নদী থেকে পাথর উত্তোলন করে নদীর পরিবেশ ও ভারসাম্য নষ্ট করে ফেলেছে,কিন্তু দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন সুরাহা পাইনি এলাকাবাসীরা। অতিদ্রুত স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ কামালের হাত থেকে নদী রক্ষার দাবি জানান তারা। পরে অন্তর্বর্তী সরকারের নিকট বিচারের দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর