অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সুনামগঞ্জে ইজারাবিহীন ধোপাজান চলতি নদী থেকে ১৩৪ টি বালু বোঝাই নৌকা,বালু উত্তোলনে ব্যবহৃত নিষিদ্ধ ৮টি ড্রেজার মেশিন জব্দসহ ৪ জনকে আটক করেছে টাস্কফোর্স। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৩ কোটি টাকা।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল দশটা থেকে ধোপাজানা বালু মহল ও চলতি নদীর দশ কিলোমিটার এলাকাজুড়ে টাস্কফোর্সের দিনব্যাপী অভিযানে এসব আটক করা হয়।
এর আগে ৮ ই অক্টোবর ধোপাজান চলতি নদীতে বালুবাহী নৌ চলাচল বন্ধের আদেশ জারি করে জেলা প্রশাসন। ১৮ই অক্টোবর অবৈধ নৌ প্রবেশ ঠেকাতে নদীর প্রবেশ মুখে বাঁশের বেড়া দেয়া হলেও সেটি ভেঙে ফেলে বালুখেকোরা। জেলা প্রশাসনের জারিকৃত নিষেধাজ্ঞা অমান্য করে চলছিল বালু উত্তোলন ও পরিবহণ।
বিজিবি ২৮ ব্যাটালিয়ন সুনামগঞ্জে উদ্যোগে অভিযানের নেতৃত্ব দেন সদর ও বিশ্বম্ভরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযানে বিজিবি ২৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক, এসিল্যান্ড সুনামগঞ্জ সহ আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান জানিয়েছেন,ইজারাবিহীন নদীতে দিনব্যাপী টাস্কফোর্সের অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে নদী ও পাড় কেটে বালু উত্তোলন বন্ধ করতে অভিযান অব্যাহত থাকবে। ঐসব বালু খেকোদের কোনো ছাড় দেয়া হবে না প্রয়োজন আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান,ধোপাজান চলতি নদীতে কিছু সংখ্যাও অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করার ফলে ধোপাজান চলতি নদীর পাড় ভাঙন ও পরিবেশ নষ্টের পরিপ্রেক্ষিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। আটককৃত বালু ও নৌকার আনুমানিক সিজার মূল্য-১৩,১৬,৫২,০০০(তেরো কোটি ষোল লক্ষ বায়ান্ন হাজার) টাকা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর