
লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির তিন পদের নির্বাচন জমে উঠেছে। আগামী ২৬ অক্টোবর শনিবার উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিন পদে তৃণমূল নেতারা ব্যালটে তাদের নেতা নির্বাচন করবেন। প্রার্থীরা নিজের জয় সুনিশ্চিত করতে ভোটারদের কাছ থেকে ভোট চাচ্ছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও জমে উঠেছে প্রার্থীদের ভোট প্রচারণা। এছাড়া বিগত সময়ে দলের দুর্দিনে নিজেদের ভূমিকার কথা তুলে ধরে ইউনিয়ন বিএনপির সদস্যদের কাছ থেকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উপজেলার প্রতিটি বাজার এলাকা ও মোড়গুলো বর্তমানে প্রার্থীদের সাদা-কালো নির্বাচনী পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে।
আগামীর বিএনপিকে সুস্থ পরিবেশে মেধা-মনন দিয়ে পরিচালনার জন্য এই কাউন্সিলে একজন ত্যাগী ও সংগঠন পরিচালনায় দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন নেতাকে ভোটের মাধ্যমে নির্বাচন করার কোন বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দলের দুঃসময়ে যিনি দলের নেতাকর্মীদের পাশে থেকে সহযোগিতা করেছে এমন ব্যক্তিকেই ভোট দিয়ে বিজয়ী করতে চান তৃণমূল নেতারা।
নির্বাচন কমিটি সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে উপজেলা বিএনপির সভাপতি পদে ৬ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন। পৌর বিএনপির সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে ২ জন। এ দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচনে ভোট দিবেন ১২ ইউনিয়নের ইউনিয়ন বিএনপি কমিটির সদস্যরা এবং পৌরসভার পৌর ওয়ার্ড কমিটির সদস্যরা।
উপজেলা বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন, লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জিএম নজরুল ইসলাম জমাদ্দার, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জামান, সাবেক জি এস আলহাজ মো.সাচ্চু মিয়া, লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো.আহাদুজ্জামান বাটু, আবু হায়াত সাবু, মো.রবিউল ইসলাম পলাশ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন,লোহাগড়া উপজেলা বিএনপি সদস্য সচিব মো.টিপু সুলতান ও কাজী সুলতানুজ্জামান সেলিম। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন, শেখ জামশেদ আহমেদ,শাহ আলম শিকদার, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, মো.আজিজার সরদার, মো.তানভীর হেসেন অনু, মিজানুর রহমান।
পৌর বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন, মো.মিলু শরিফ,এস এম শাহিন বিপ্লব, মোল্যা নজরুল ইসলাম,আব্দুস সবুর। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন, মো.আকিদুল ইসলাম,মো.রবিউল ইসলাম রবি, মো.মশিয়ার রহমান সান্টু, মো.আজাদ হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন, মো.জহিরুল ইসলাম জহির, এস এ সাইফুল্লাহ মামুন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর