
কুমিল্লার বুড়িচং উপজেলার এক স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক করে ১০ম শ্রেণীর ছাত্র পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন,স্থানীয় ইউপি মেম্বার আব্দুল মোমেন। ঘটনাটি ঘটেছে বুড়িচং উপজেলার রাজাপুর নোয়াপাড়া এলাকায়। ওই পলাতক প্রেমিক-প্রেমিকা রাজাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
সরেজমিনে গিয়ে জানা যায়,রাজাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো. ইব্রাহীম ও একই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার বৈশাখি গত সোমবার স্কুলে গিয়ে তারা দুজন আর বাড়িতে ফিরেনি। এ নিয়ে এলাকায় দোকানপাট সহ বিভিন্ন মহলে আলোচনা- সমালোচনা গুঞ্জন চলছে।প্রেমিক ইব্রাহীম হলেন রাজাপুর হাজীপাড়া ভান্ডারী বাড়ির সৌদি প্রবাসী মো. বিল্লাল হোসেনের ছেলে। প্রেমিকা সুমাইয়া আক্তার বৈশাখি হলেন রাজাপুর নোয়াপাড়া সৌদি প্রবাসী মো.জাহাঙ্গীর আলমের মেয়ে। এলাকা গিয়ে সরেজমিনে স্থানীয় বাসিন্দা মোতালেব, সাবেক মেম্বার ওমর ফারুক, কণ্ঠশিল্পী আনোয়ার ও নাঈম সহ একাধিক লোকজনের মাধ্যমে তাদের দুজনের যাওয়া বিষয়টি নিশ্চিত পাওয়া গেছে।
এ বিষয়ে প্রেমিকা বৈশাখীর পিতা মো.জাহাঙ্গীর আলম জানান, তার মেয়ে রাজাপুর স্কুলে ৯ম শ্রেণির পড়তেন। সোমবার সকালে স্কুলে গিয়ে আর বাড়িতে ফিরেনি।এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মেয়েকে কোথাও খোঁজে পায়নি বলে তিনি জানান। প্রেমিক ইব্রাহীমের বাড়িতে গিয়ে অভিভাবক কাউকে পাওয়া যায়নি ও তাদের বক্তব্য নেওয়ার সম্ভব হয়নি। স্থানীয়রা আরো জানায়,ওই স্কুল পড়ুয়া ছাত্রী প্রেমিকা ও তার পরিবার একই এলাকার রাজাপুর নোয়াপাড়ার মফিজুল ইসলামের ছেলে চাকুরিজীবী আব্দুল মান্নানকে গত ৩ জুন ২০২৪,সোমবার ধর্ষণের মামলা দেখিয়ে বৈশাখীর মা নাছিমা আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা করেন। ওই মামলায় আব্দুল মান্নানকে ৪৫দিন জেল হাজতে দিয়ে হয়রানি করেন এবং কিছুদিন আগে মোটা অঙ্কের মাধ্যমে বিষয়টি রফাদফা হয়। স্থানীয়রা জানায়,একটি ঘটনা শেষ হতে না হতেই আরেকটি ঘটনা ঘটেছে যা এলাকার জন্য লজ্জাজনক!
এ বিষয়ে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর প্রতিনিধিকে জানায়, ইব্রাহীম দশম শ্রেণির ছাত্র ও বৈশাখি নবম শ্রেণীর ছাত্রী।তারা দুজন কয়েকদিন ধরে ক্লাসে অনুপস্থিত রয়েছে। পালিয়ে যাওয়ার বিষয়টি সাংবাদিকের মাধ্যমে শুনেছি।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানায়, স্কুলের দুই শিক্ষার্থীকে পাওয়া যায় না এ বিষয়টি আমি শুনেছি। তবে লিখিত অভিযোগে পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর