
'সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়েই চলেছে। দ্রব্যমূল্য কমাতে সরকার উদ্যোগ নিলেও এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর কারণে তা নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা। আমরা চাই ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে। এক্ষেত্রে ব্যবসায়ীরা যদি অতিরিক্ত মূল্য রাখে তাহলে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
বুধবার (২৩ অক্টোবর) সকাল পৌনে ১০টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভোক্তা অধিকার বিষয়ক সেমিনারে এসব কথা বলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
খাগড়াছড়ি জেলা প্রশাসন কর্তৃপক্ষ আয়োজিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, 'দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার এখন কঠোর অবস্থানে রয়েছে। কোন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করাই সমাধান নয়, এতে ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হবেন। আমরা চাই আপনারা নিজেদের থেকেই সচেতন হোন। অন্যথায় আমরা আইন প্রয়োগ করে সর্বোচ্চ ব্যবস্থা নেব।
এসময় দ্রুত সময়ের মধ্যে অসাধু ব্যবসায়ীদের চিহ্নিতকরণ এবং সরকার কর্তৃক নির্ধারিত মূল্য তালিকা বাস্তবায়ন করতে ব্যবসায়ী সমিতিগুলোর প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগমের সঞ্চালনায় সেমিনারে এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক ও খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, সহকারী পুলিশ সুপার মো. রায়হান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাছিরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, ভাগ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলম, ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার রাইটস (সিআরবি) খাগড়াছড়ি সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর