
রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেছেন, সারাবিশ্বে জরাযুমুখ ক্যান্সারে প্রতিঘণ্টায় ১২০ জন করে নারী মারা যাচ্ছে এবং প্রতি মিনিটে সারা বিশ্বে ২ জন করে নারী মৃত্যুবরণ করছে। এই যে দুই জন মারা যাচ্ছে,কারো মা, কারো বোন এবং কারো স্ত্রী। জরায়ুমুখ ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। যার ফলে এই রোগের জন্য বাংলাদেশ সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। তাই সরকার বিনামূল্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচি হাতে নিয়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি সিভিল সার্জন সম্মেলন কক্ষে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামীকাল ২৪ অক্টোবর থেকে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি শুরু হবে। এবার রাঙ্গামাটি জেলার মোট লক্ষ্যমাত্রা ২৯ হাজার ৪শত ৬৭ জন। ইতঃপূর্বে এইচপিভি টিকা পেতে রাঙ্গামাটি জেলায় রেজিস্ট্রেশন করছেন ১২ হাজার ৯ শত ১৭ জন। বাদ-বাকীদেরও ক্যাম্পেইন করে অফ-লাইন এবং অনলাইনের মাধ্যমে টিকার আওতায় আনা হবে।
আরো জানানো হয়, ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য এই টিকা অধিকতর কার্যকর।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার চট্টগ্রাম প্রতিনিধি কনসালটেন্ট ডা. তানভীর হোসেন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পণের সম্পাদক এএকে এম মকসুদ আহমেদ এবং রাঙ্গামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর