
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাবি শিক্ষার্থীরা। এ ঘটনায় উপাচার্য বরাবর স্মারকলিপিও প্রদান করেছেন ওই শিক্ষার্থীরা।
বুধবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে কলাভবন-কেন্দ্রীয় লাইব্রেরি-মধুর ক্যান্টিন-মুহসীন হল হয়ে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। পরে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
ওই স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ৭ কলেজ নামক গলার কাটা বয়ে বেড়াচ্ছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিজেদের শিক্ষার্থীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে, ৭ কলেজ সেখানে আরো বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ৭ কলেজ আমাদের সাথে পর থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের রাঙ্কিং এও এর বিরূপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থী- শিক্ষক অনুনাত, শিক্ষকদের গবেষণা এবং সাইটেশন সহ বহু দিক দিয়ে শুধু মাত্র ৭ কলেজ আমাদের যুক্ত থাকার ফলে আমাদের রাঙ্কিং অনেক নিচে নেনমে যাচ্ছে। আমরা এই বোঝা থেকে চূড়ান্ত মুক্তি চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অস্তিত্বের প্রশ্নে আমরা সর্বোচ্চ দ্রুত সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ কলেজের অধিভুক্তি স্থায়ীভাবে বাতিল চাই।
এর আগে শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ঢাবির সঙ্গে সাত কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে বিভিন্ন বক্তব্য প্রদান করেন। এ সময় শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর—এফিলিয়েশন নো মোর’, ‘অধিভুক্তি অধিভুক্তি—বাতিল করো করতে হবে’, ‘অধিভুক্তি বাতিল করো—ভোগান্তি বন্ধ করো’-ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাতে ৭ কলেজের সাথে ঢাবির অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ-মিছিল করেন। মিছিলের এক পর্যায়ে উপাচার্য বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি প্রেক্ষিতে স্মারকলিপি দেওয়ার কথা জানায়।
ঢাবি অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহিদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর