কুমিল্লায় রাতের অন্ধকারে একাধিক ড্রাম ট্রাক থেকে বালু ফেলে একটি পুকুর ভরাটের দায়ে মোহাম্মদ ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৯টায় জেলার লাকসাম পৌরসভার পশ্চিমগাও দরগা মসজিদের দক্ষিণে জোড় পুকুর নামক স্থানে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাতুন নাহার। তিনি বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, কয়েকদিন ধরে রাতে একাধিক ড্রাম ট্রাকভর্তি বালু নিয়ে লাকসাম পৌরসভার পশ্চিমগাও দরগা মসজিদের দক্ষিণে সড়কের পাশে জোড় পুকুর নামক স্থানে একটি পুকুর ভরাটের বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ পায় উপজেলা প্রশাসন। এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে পরিদর্শনে গিয়ে পুকুর ভরাট করার সত্যতা পায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাতুন নাহার।
এ সময় পুকুরের এক অংশের ভরাট অবস্থায় পাওয়া যায়। পরে মালিকপক্ষের বেশ কয়েকজনের মধ্যে পশ্চিমগাও বাগবাড়ীর ছায়েদ আলীর ছেলে মোহাম্মদ ইকবাল হোসেন নামক একজনকে পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের বিষয়টি স্বীকার করেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাতুন নাহার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী তাকে ৯৫ হাজার টাকা জরিমানা করেন এবং পুকুর ভরাটের বালু জব্দ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
তিনি বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে যেকোন কাজের বিরুদ্ধে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। বিশেষ করে জলাধার ভরাট, পাহাড় কাটা ও কৃষি জমির টপসয়েল কর্তন। উপজেলা প্রশাসন এই নির্দেশনা বাস্তবায়নে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর