বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে শহীদদের সব খুনিদের গ্রেফতার ও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।
বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, আইন বিষয়ক সম্পাদক রফিক সরকার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলম প্রমুখ।
সমাবেশে বক্তারা, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগ-ছাত্রলীগ ও যুবলীগের গুলিতে নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে এসব খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি এবং শাস্তি নিশ্চিতের দাবি জানান। একইসঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর