
টাঙ্গাইলের নাগরপুরে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এড.আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছে উপজেলা যুবদল।
বুধবার (২৩ অক্টোবর) সকালে নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মো. রবিউল আউয়াল লাভলুর দিকনির্দেশনায় এ বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি চৌধুরী বাড়ি থেকে শুরু হয়ে নাগরপুর সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা যুবদলের (ভার:) আহ্বায়ক মো. নাজমুল হক সাধীন, যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম নবা, মো. আলতাব হোসেন, মো. এলিম মাহমুদ আলিম, মো. ইকবাল কবির, মো. আজিজুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান রানা, তাঁতি দলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন দেলু, জিয়া মঞ্চের সদস্য সচিব জাকারিয়া হোসেন জাকিরসহ যুবদল, মৎস্যজীবী দল ও তাঁতি দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতারা বলেন, মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা দিয়ে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এড.আব্দুস সালাম পিন্টুর কারাগারে বন্দি রাখা হয়েছে। অবিলম্বে এই নেতার মুক্তি না হওয়া পর্যন্ত রাজ পথে থাকবে তারা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর