প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকগণের ১০ গ্রেডের দাবির বিপরীতে বৈষম্য মূলক "সহকারী প্রধান শিক্ষক" পদ সৃজনের বিরুদ্ধে লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে লালমনিরহাট-বুড়িমাড়রী মহাসড়কের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট ভবনের সামনে ১০ গ্রেড বাস্তবায়ন কমিটির ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন শিক্ষকবৃন্দ। এসময় পিটিআই এ প্রশিক্ষণার্থী শিক্ষক ও জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অন্তত দেড় শতাধিক শিক্ষক অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাদের লিখিত বক্তব্য উল্লেখ করে বলেন, গত ১৬ই অক্টোবর ২০২৪ খ্রি.-এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিক্রমে একটি পরিপত্র প্রকাশিত হয়েছে ৯৫৭২ টি 'সহকারী প্রধান শিক্ষক' পদ সৃজনের জন্য। এই পদের সুপারিশের প্রতিবাদে লালমনিরহাটসহ সারাদেশের ৬৭ টা পিটিআই একযোগে কর্মসূচি পালন করছে।
শিক্ষকবৃন্দ লিখিত বক্তব্যে তাদের দাবি তুলে ধরে বলেন, আমরা এই 'সহকারী প্রধান শিক্ষক' পদ চাই না। এই পদ বাস্তবায়ন হলে শিক্ষকগণের উচ্চতর গ্রেডের জটিলতা, স্ববেতনে পদোন্নতির জন্য আর্থিক ক্ষতিসহ আরও বিভিন্ন জটিলতার সৃষ্টি হবে। আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের অধিকার দশম গ্রেড বাস্তবায়ন চাই। আর এই পদ ১০ম গ্রেডের পক্ষে প্রথম প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে।প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের দশম গ্রেড বাস্তবায়ন না করে 'সহকারী প্রধান শিক্ষক' পদ সৃজন করে শিক্ষকগণকে যারা স্থায়ীভাবে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে রাখার প্রয়াস চালাচ্ছে, আমরা তাদেরকে সতর্ক করতে চাই, আপনারা প্রাথমিক শিক্ষাকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন না। আপনারা দশম গ্রেড বাস্তবায়ন করুন।
বক্তারা বলেন, মেধাবীদের প্রাথমিক সেক্টরে ধরে রাখতে দশম গ্রেড বাস্তবায়নের বিকল্প অন্য কোনো কিছু হতে পারে না। মেধাবীরা প্রাথমিক সেক্টরে আসলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন হবে যা দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা পালন করবে। মনে রাখা দরকার, একটি শিশুকে নৈতিকতা নিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সব থেকে বেশি অবদান রাখে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। আমরা অবিলম্বে 'সহকারী প্রধান শিক্ষক' পদ বাতিল করে দ্রুততম সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ হিসেবে দশম গ্রেড ও শতভাগ পদোন্নতি চাই।
অতিদ্রুত দশম গ্রেডের বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুশিয়ারীও দেন প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া শিক্ষকবৃন্দ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর