শেরপুরের নালিতাবাড়ীর পৌর শহরের শুটকি মহলে দীর্ঘদিন ধরে ১০টি অবৈধ স্থাপনায় ব্যবসা পরিচালনা করে আসছিল ব্যবসায়ীরা। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাস্তার উন্নয়নে কাজ করার সময় এসব দোকানপাট ভেঙে উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
জানা গেছে, নালিতাবাড়ী শহরের মধ্যবাজার শুটকি মহলে রাস্তা ও ড্রেনের কাজ চলমান রয়েছে। রাস্তাটা সরু হওয়ায় প্রসস্থ ও ড্রেন নির্মাণের কাজ সমস্যা হচ্ছে। পৌরসভা থেকে ব্যবসায়ীদের সরকারী জায়গায় গড়ে উঠা অবৈধভাবে ব্যবসায়ীদের এ নিয়ে নোটিশ দেওয়া হয়। কিন্ত নোটিশে কোন কাজ না হওয়ায় বুধবার দুপুরে সরকারি সকল আইন কানুন মেনে প্রশাসন বেকু লাগিয়ে অবৈধ এসব দোকানপাট ভেঙে উচ্ছেদ করা হয়। কয়েকজন ব্যবসায়ীরা জানান, বহু বছর ধরে তারা এখানে ব্যবসা করে আসছেন এই জায়গায়। এই উচ্ছেদ হওয়ায় তাদের ব্যবসায়িক অনেক ক্ষতি হয়ে গেছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানান, পৌরসভা থেকে এক কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজ করা হচ্ছে। ম্যাপ মতো রাস্তা ও ড্রেনের কাজে অসুবিধা হওয়ায় সরকারি জায়গা উচ্ছেদ অভিযানের মাধ্যমে রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। এসময় সহকারী কমিশনারসহ সরকারের বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর