ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় পিএনীট কম্পোজিট লিমিটেড এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক সজিব মিয়া (২২) ঘটনাস্থলেই নিহত ও তার স্ত্রী সোনিয়া আক্তার (২০) গুরুতর আহত হয়েছে। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব মিয়া (২২) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাট্টা নয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। নিহতের স্ত্রী গুরুতর আহত সোনিয়া আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার রাত ৮টায় কারখানা ছুটির পরে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী বাসায় ফিরছিলেন। এ সময় ময়মনসিংহগামী দ্রুত গতির একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপ দিলে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু হয় এবং স্ত্রী গুরুতর আহত হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক সজিব মিয়া ঘটনাস্থলেই নিহত ও তার স্ত্রী সোনিয়া আক্তার গুরুতর আহত হয়। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মটরসাইকেলটি থানা হেফাজতে আছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর