
শেরপুরের নালিতাবাড়ীতে ১৮ বোতল ভারতীয় মদসহ জয়দেব কোচ (১৮) নামে এক কোচ আদিবাসী যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ জামালপুর সিপিসি-১ এর সদস্যরা। গ্রেপ্তার হওয়া জয়দেব কোচ সীমান্তঘেঁষা পোড়াগাঁও ইউনিয়নের খলচান্দা কোচপাড়া গ্রামের বাধন কোচের পুত্র। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার (২৩ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে উপজেলার নন্নী ইউনিয়নের ছাইচাকুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
সূত্র জানায়, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি অভিযানিক দল বুধবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক পৌনে নয়টার দিকে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের ছাইচাকুড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। ওই তল্লাশিকালে মোটরসাইকেল আরোহী মাদক ব্যবসায়ী জয়দেব কোচকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ১৮ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। পরে ওই মদের বোতল উদ্ধারের পর জব্দ করে জয়দেব কোচকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের অধিনায়ক সিনিয়র পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম (পিপিএম) জানান, গ্রেপ্তার জয়দেব কোচকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর