
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন মন্ডলকে লাঞ্ছিত করে তার মটরসাইকেল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে নাজিরপুর গোরস্তান মোড়ে ওই হামলা চালায় দুর্বৃত্তরা।
মুঠোফোনে ফরিদ মন্ডল জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে। এসময় তাকে বাটাম দিয়ে বেধরক মারপিট করে মটরসাইকেল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তিনি এখন গুরুতর আহত অবস্থায় নাটোর সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার বলেন, ঘটনা শুনেছি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর