ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের পরিবার বলছে, নেশার টাকা না পেয়ে তিনি আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাঁশগাড়া বুড়াধাম মধ্যপাড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম সেমন্ত রায় (২০)। তিনি মধ্যপাড়া এলাকার মুকুন্দ রায়ের ছেলে।
উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় বলেন, হেমন্ত রায় দীর্ঘদিন ধরে মাদক আসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য প্রায় মা-বাবার সঙ্গে ঝগড়া করতেন। তাঁর পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও স্বাভাবিক পথে ফেরাতে পারেননি। এর মধ্যে পরিবারের সদস্যদের কাছে নেশা করার টাকা চান তিনি। টাকা না পেয়ে গতকাল বুধবার রাতে নিজ শয়ন কক্ষের বাঁশের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর