সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা কয়লা মধ্যনগর থানা পুলিশ ইঞ্জিনচালিত নৌকা বোঝাই কয়লাসহ ২ জনকে আটক করে। জব্দকৃত কয়লার বাজার মূল্য ৪ লাখ ৬৫ হাজার টাকা।
বুধবার (২৩ অক্টোবর) রাত ৮ টার দিকে মধ্যনগর বাজার সংলগ্ন উব্দাখালী নদীতে অভিযান চালিয়ে আটক করে।
গ্রেপ্তারকৃত চোরাকারবারিরা হল,তাহিরপুর উপজেলার বানিয়াগাঁও গ্রামের শফিক মিয়ার ছেলে সালমান (২২), গোলকপুর গ্রামের কাজিম উদ্দিনের ছেলে জামিরুল ইসলাম (২৬)।
খোঁজ নিয়ে জানা গেছে, তাহিরপুর সীমান্ত এলাকার বাগলী, চারাগাও, ট্যাকেরঘাট এলাকার ১৫-২০ টি চোরাই পথে ভারত থেকে বিনা শুল্কে কয়লা, চিনি, চুনাপাথর, ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মাদক বস্তায় ভরে নিয়ে আসে সীমান্ত এলাকার চিহ্নিত চোরাকারবারিরা। পরে এলাকার বিভিন্ন বাড়িতে মজুত করে রাতের আধাঁরে কয়লা পাচার করছে নেত্রকোনা জেলার কলমাকান্দা বাজারে। প্রতিদিনের মত তাহিরপুর থেকে চোরাচালানীরা মধ্যনগড় থানার সামনে দিয়ে নৌকায় কয়লা লোড করে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে। এসময় একটি ইঞ্জিন চালিত স্টীলবডি নৌকা বোঝাই ৩১ মেট্রিক টন ভারতীয় কয়লা জব্দ করে। আর এর সাথে জড়িত ২ চোরাকারবারিকে আটক করে মধ্যনগর থানা পুলিশ। এসময় আটককৃতদের কাছে কয়লার বৈধ কোনো চালানের কাগজ দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করে।
মধ্যনগড় থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আসাদুল ইসলাম বলেন, আটক চোরাকারবারিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর