চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজের ৩ দিন পর জঙ্গল থেকে আবু তাহের ভূঁইয়া (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার জামালের দোকান এলাকায় জমিনের পাশে একটি জঙ্গল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু তাহের ভূঁইয়া উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকাল এলাকার দৌলত ভূঁইয়া বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
নিহত আবু তাহের ভূঁইয়ার ভাতিজা মেহেদী হাসান বলেন, আমার চাচাকে গুম করে হত্যা করা হয়েছে। গত ৫ আগস্টের পর থেকে পাশের এলাকার এক ব্যক্তি আমার চাচাকে দমক দিয়ে আসছে। নিখোঁজের পর নাম্বার ট্র্যাক করলে একদিন জাফরাবাদ গুচ্ছগ্রাম এলাকা দেখা যায়। শুক্রবার সকালে ছোট বাচ্চারা জঙ্গলের পাশে মরদেহ দেখে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মরদেহটি চাচার। পুলিশকে খবর দিলে তার মরদেহ নিয়ে যায়।
মেহেদী হাসান বলেন, এলাকার মধ্যে আমার চাচার বিরুদ্ধে কোনো খারাপ রিপোর্ট নেই। সবার সাথে তার ভালো সম্পর্ক। কেন আমার চাচাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের জানান, খবর পেয়ে মরেদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর