
আগামী ২০২৫-২৬ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোণা জেলা শাখার আমীর হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে এ নাম ঘোষণা করেন দলের আমির ডা. শফিকুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যরা।
বৈঠকে ডা. শফিকুর রহমান ২০২৫-২০২৬ কার্যকালের জন্য নির্বাচিত জেলা ও মহানগরী আমীরদের নাম ঘোষণা করেন।
এর আগে গত শুক্রবার (৪ অক্টোবর) সংগঠনটির নেত্রকোণা জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় ও আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে নেত্রকোণা পাবলিক হলে অনুষ্ঠিত রুকন সম্মেলনে জেলার কর্মপরিষদ সদস্য, জেলা শুরা সদস্যবৃন্দ, উপজেলা আমির ও সেক্রেটারিবৃন্দ, মহিলা রোকনসহ সকলের উপস্থিতিতে গোপন ভোটে জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়।
এসময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ময়মনসিংহ অঞ্চল পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম ভূইয়া।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর