
কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) এর বিতরণ এলাকায় বকেয়া আদায় ও অবৈধ গ্যাস ব্যবহার চিহ্নিত করতে বিশেষ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম শুরু করেছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামের তত্ত্বাবধানে মহাব্যবস্থাপকগণ ও কোম্পানি সচিবের নেতৃত্বে ২১টি টিম গঠন করে অভিযান পরিচালিত হচ্ছে।
জানা যায়, গত ১৪ অক্টোবর থেকে একযোগে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী অঞ্চলের মাইজদি ও ফেনী জেলাতে অভিযান পরিচালনা করে ৩৪৭ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তারমধ্যে বকেয়া জনিত কারণে ১০৬টি এবং অবৈধ সংযোগ দেয়া ২৪১টি। উক্ত অভিযানে সাত কোটি ৪০ লাখ ২৭ হাজার ৫০৯ টাকা স্পট আদায় করা হয়েছে।
বাখরাবাদের জনসংযোগ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযান অব্যাহত থাকবে। গ্রাহকেরা গ্যাস বিল পরিশোধের কপি প্রদর্শনের জন্য সংরক্ষণের অনুরোধ জানান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর