
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নে ১৫ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসার হলরুমে ২নং বাকশীমূল ইউনিয়নের ৩, ৪ ও ৭ নং ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশে দুইজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উক্ত দলের ওমান বন্ধু সমাজ ও ওমান কেন্দ্রীয় সভাপতি ইঞ্জি.হাসানুজ্জামান হাসান ও বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির "সেক্রেটারী জেনারেল" অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ আল আমিন শিল্পী। ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসান এর সভাপতিত্বে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং বাকশীমুল ইউনিয়নের আমীর মো: কবির হোসেন মাস্টারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড:মো. মোবারক হোসাইন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সহকারি সেক্রেটারি, আড়াইবাড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখা আমীর অধ্যাপক মো: অহিদুর রহমান, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: সাইফুল আলম, ২নং বাকশীমুল ইউনিয়নের সাবেক সভাপতি হাফেজ ওবাইদুস সোবহান মামুন সাঈদী।
এসময় বক্তব্য রাখেন বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মফিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মুমিনুল ইসলাম মাস্টার, মাওলানা আব্দুর রউফ, মাও.ওমর ফারুক, আবু সালেহ মো. সাদেক হোসাইন, মাও.নূরুল ইসলাম, মাও.কামাল উদ্দিন হেলালী, ডাক্তার খালেদ হোসাইন, ফারুক চৌধুরী, প্রভাষক আব্দুল্লালা আল মারুফ। ইসলামী সংগীত পরিবেশ করেন হাফেজ মাও.বেলাল ও আব্দুল্লাহ।
উপস্থিত বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার থাকাকালীন আমরা ১৫ বছর ধরে কোনো কর্মী সমাবেশ প্রকাশ্যে করতে পারিনি এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি শিকার হতে হয়েছে।
তারা আরো বলেন, আল্লাহ সঠিক বিচার করেন, এখন তাদেরকে দেশ থেকে পালিয়ে থাকতে হয়। জামায়াত ইসলামীর হাত ধরে এই দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হবে। এসময় তারা মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে স্মরণ করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর