সিরাজগঞ্জে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর স্কুল ছাত্র জিহাদ শেখ (১৪) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করেন রাজশাহীর ডুবুরিদল। মরদেহ উদ্ধারের পর স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। তৈরি হয় হৃদয় বিদাক দৃশ্যের।
এর আগে, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে যমুনা নদীর ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় গোসলে নেমে নিখোঁজ হয় জিহাদ। জিহাদ শহরের হোসেনপুর বাগানবাড়ী এলাকার মো. জুয়েল শেখের ছেলে এবং সবুজ কানন হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, জিহাদসহ পাঁচ থেকে ছয়জন বন্ধু মিলে ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় ফুটবল খেলা শেষে যমুনা নদীতে গোসল করতে নেমেছিল। এক পর্যায়ে নদীর তীব্র স্রোতে জিহাদসহ তিনজন নদীতে ভেসে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুইজনকে উদ্ধার করতে পারলেও জিহাদ পানিতে ডুবে যায়। খবর পেয়ে শুক্রবার বিকেল ৫টার দিকে রাজশাহী থেকে ডুবুরিদল এসে উদ্ধার অভিযান শুরু করে। তবে তাকে খুঁজে না পাওয়ায় রাতে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।
শনিবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু হলে সকাল সাড়ে ৯টার দিকে জিহাদের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থলে নদীর তলদেশে বালুর বস্তার নিচে জিহাদের মরদেহ আটকে ছিল। উদ্ধারের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর