
শেরপুরের নালিতাবাড়ীতে বন্যা দুর্গত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) উপজেলার খালভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়।
সেবক স্বেচ্ছাসেবী সংগঠন, নালিতাবাড়ীর আয়োজনে ও খালভাঙ্গা যুব ঐক্য কল্যাণ সংঘ, নালিতাবাড়ীর সহযোগিতায় শনিবার তিন শতাধিক মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর আগে উপজেলার কলসপাড় ও মরিচপুরান ইউনিয়নে আরও দুই দিনে ৬ শত রোগী সহ মোট ৯০০ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করে সংগঠনটি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেবক স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান কৃষিবিদ মো: সাজ্জাদ হোসেন তুলিপ, সহ-সভাপতি ইমরান হোসেন চৌধুরী, কোশাধ্যক্ষ এএসএম. রকিবুল হাসান রানা, মহিলা ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদিকা আছিয়া মারিয়াম, ডাক্তার শিবলী সাদিক বাবু, অর্ক সাহা ও ডাক্তার সৃষ্টি প্রমুখ।
প্রসঙ্গত, বন্যাকবলিত নালিতাবাড়ী উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকায় সেবক স্বেচ্ছাসেবী সংগঠনটি উদ্ধারকাজ, রান্না করা ও শুকনো খাবার বিতরণসহ পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে। এসব কার্যক্রম অব্যাহত রাখতে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজের বিত্তবান পাশে দাড়াঁলে এই সংগঠনের পরবর্তী কার্যক্রম চালাতে সচেষ্ট হবে বলেও জানান সংগঠনের নেতৃবৃন্দ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর