
নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিন পদে তৃণমূল নেতারা ব্যালটে তাদের নেতা নির্বাচন করেছে। দীর্ঘ ১৫বছর পর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচন শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনের মাধ্যমে এ কমিটির উপজেলা বিএনপির সভাপতি পদে মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক পদে কাজী সুলতানুজ্জামান সেলিম,সাংগঠনিক সম্পাদক পদে শাহ আলম। পৌর বিএনপির সভাপতি পদে মোঃ মিলু শরিফ, সাধারণ সম্পাদক পদে মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক পদে এসএ সাইফুল্লাহ মামুন নির্বাচিত হয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি পদে মো.আহাদুজ্জামান বাটু চশমা প্রতীকে ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী›দ্বী জিএম নজরুল ইসলাম জমাদ্দার দোয়াত কলম প্রতীকে ২৬০ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে কাজী সুলতানুজ্জামান সেলিম ছাতা প্রতীকে ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী›দ্বী মো.টিপু সুলতান আনারস প্রতীকে ৩৮৬ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে শাহ আলম শিকদার টিউবওয়েল প্রতীকে ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী›দ্বী ওয়াহিদুজ্জামান ওয়াহিদকে সিলিং ফ্যান প্রতীকে ২০১ ভোট পেয়েছেন।
পৌর বিএনপির সভাপতি পদে মো. মিলু শরিফ দোয়াত কলম প্রতীকে ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী›দ্বী এস এম শাহিন বিপ্লব চশমা প্রতীকে ১৫৯ ভোট পেয়েছেন।সাধারণ সম্পাদক পদে মো.মশিয়ার রহমান সান্টু মোমবাতি প্রতীকে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী›দ্বী মো. আকিদুল ইসলামকে আনারস প্রতীকে ৮১ ভোট পেয়েছেন।সাংগঠনিক সম্পাদক পদে এস এ সাইফুল্লাহ মামুন মাছ প্রতীকে ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী›দ্বী মো. জহিরুল ইসলাম জহির গোলাপ ফুল প্রতীকে ১৭৫ ভোট পেয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটি জানান, উপজেলা বিএনপির ৮৫২ জন সদস্যের মধ্যে ৮০৬ জন এবং পৌর বিএনপির ৪৫৯ জন সদস্যের মধ্যে ৪১৬ জন ভোট দেন। দীর্ঘ ১৫ বছর পর লোহাগড়া বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় দলীয় নেতা-কর্মীর সমর্থকরা দারুণ উজ্জীবিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করেন।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু,নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম প্রমুখ।
লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী›িদ্বতা করছেন। এর মধ্যে উপজেলা বিএনপির সভাপতি পদে ৬ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন। পৌর বিএনপির সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে ২ জন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর