
নড়াইলের লোহাগড়ায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আজিজুর শেখ (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জয়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার চোরখালি গ্রামের মোঃ আমির শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই মোঃ খবির হোসেন,এএসআই মোঃ ছদরুল আলম ও এএসআই মোঃ মিকাইল হোসেন অভিযান চালিয়ে উপজেলার জয়পুর গ্রামের কিংকর বিশ্বাসের বাড়ীর সামনে পাঁকা রাস্তা হতে আজিজুর শেখকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন,এ সংক্রান্ত লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর