সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই যুবদল নেতাকর্মী হত্যা মামলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন ও শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামের বাসিন্দা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলম শেখ।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, শনিবার সকালে শিবনাথপুর গ্রামরে নিজ বাড়ি থেকে আলম শেখকে গ্রেপ্তার করা হয়। রাতে শহরের সমাজকল্যাণ মোড়ে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা লিমন এবং শাহজাদপুরে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান শেখ সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর