
বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে না আশা পর্যন্ত জয়পুরহাট কেন্দ্রীয় শিব মন্দির কমিটির উদ্যোগে মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের দুর্ভোগ লাঘবের জন্য রোববার বিকাল থেকে ভর্তুকি মূল্যে সবজি বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
জয়পুরহাট জেলা সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির কমিটির পক্ষে সাধারণ সম্পাদক রাজ কুমার খেতান ওই ভর্তুকি মূল্যে সবজি বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করে।
জয়পুরহাট জেলা সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির চত্বরে রবিবার বিকালে ভর্তুকি মূল্যে সবজি বিক্রয়ের উদ্বোধন করা হয়। প্রতিদিন বেলা আড়াই টা থেকে সন্ধ্যা সাড়ে ৫ টা পর্যন্ত ওই বেচা বিক্রি কার্যক্রম চলবে। ভর্তুকি মূল্যের সবজির মধ্যে রয়েছে আলু, বেগুন, পটল, বাঁধাকপি, ফুলকপি, কচুর বই, মূলা, ঢেঁড়স, শসা ও করলা।
এই পণ্যগুলো প্রতি কেজি ৩০ টাকা করে বিক্রি করা হচ্ছে। এ ছাড়াও ৯০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে শিম, টমেটো, গাজর ও কাঁচামরিচ। কাঁচা কলা প্রতি হালি ১০ টাকা, লাউ প্রতি পিচ ১০ টাকা, পেঁপে প্রতি কেজি ১০ টাকা ও ঝিঙা প্রতি কেজি ১০ টাকা বিক্রি করার উদ্যোগ নেয়া হয়েছে। পাচুরচক গ্রাম থেকে আসা ইয়ামিন বলেন ৫০০ টাকার বাজার পেলাম ১৮০ টাকায়। পুরানাপৈল থেকে আসা ওবায়দুল ইসলাম কপি, কাঁচা মরিচ, আলু, পটল কিনলাম মাত্র ৩০ টাকা কেজি দরে। কুন্ডুপাড়া মহল্লার দুর্গা সাহা বলেন ৪০০ টাকার আলু, বেগুন, পটল, মরিচ, মুলা মাত্র ১৫০ টাকায় কিনেছি। সব পণ্য ৩০ টাকা কেজিতে পাওয়ায় খুশি বলে জানালেন ক্রেতা সাধারণ।
পরিবারের যতটুকু প্রয়োজন ততটুকুই ক্রয় করা, অন্য পরিবারকে ক্রয় করার সুযোগ করে দেওয়া এবং প্রতিদিনের বাজার প্রতিদিন করার আহ্বান জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
ভর্তুকি মূল্যের এই বাজার সর্বসাধারণের জন্য উন্মুক্ত। যতদিন বাজার পরিস্থিতি স্বাভাবিকে না হবে ততদিন এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান, জয়পুরহাট জেলা সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজ কুমার খেতান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর