বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ও সিভিল সার্জন ডা. জালাল আহমেদের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাট জেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপিসহ সকল নেতাকর্মীরা প্রশাসক আহমেদ কামরুল হাসান ও সিভিল সার্জন ডা. জালাল আহমেদকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানান। পদত্যাগ না করলে আরো বড় কর্মসূচির ঘোষণা দেওয়া হবে জানান বক্তারা।
এর আগে, গত বৃহস্পতিবার সকালে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসার (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. জালাল আহমেদ আওয়ামী লীগের দলীয় স্লোগান ‘জয় বাংলা’দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। এরপর থেকে ফুঁসে উঠে বাগেরহাট জেলা বিএনপিসহ বিক্ষুব্ধ জনতা। ঐ দিন রাতেই তার প্রত্যাহার দাবীতে সন্ধ্যায় ঝাড়ু-মিছিল ও প্রতিবাদ সভা করে রবিবার পর্যন্ত সময় বেধে দেন বিক্ষুব্ধ জনতা।
এ সময় বক্তব্য রাখেন, জেলা আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা এ্যাড মোশাররফ হোসেন মন্টু, নাসির উদ্দিন মালেক, ফকির তরিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, শ্রমিক দল নেতা সরদার লিয়াকত আলী, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, জেলা যুব দলের সাবেক সভাপতি হারুনুর রসিদ, সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সূজন, মনিরুজ্জামান মান্না, ওমর আলী মুন্নাসহ জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর