
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদরাসায় কোচিং ক্লাস করতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে গত ৫ দিন ধরে নিখোঁজ আছে মো. নুশাত (১২) নামের এক মাদরাসা ছাত্র।
এ ঘটনায় নুশাতের বাবা গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এর আগে মাদরাসার কোচিংয়ে যাওয়ার কথা বলে বুধবার স কা ল ৬ টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি সে।
নুশাত ছাইতানতলা দ্বিমুখী দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র এবং সে একই মাদরাসায় কোচিং ক্লাস করত। সে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটি সরকার পাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।
নুশাতের বাবা রফিকুলের সাথে কথা হলে তিনি প্রতিবেদককে জানান, আমার ছেলে গত বুধবার স কা ল বে লা মাদরাসায় কোচিং করার জন্য বাড়ি থেকে বই খাতাসহ বের হয়। সারাদিন কেটে গেলেও সে আর বাড়িতে ফেরে নি৷ পরে রাতের বে লা ওই মাদরাসার কোচিংয়ে গিয়ে খোঁজ নিলে জানতে পারি সে মাদরাসায় নেই। পরে অনেক খোজাখুজির পর ছেলেকে না পেয়ে থানায় গিয়ে ডায়েরি করি।
নুশাতের বাবা আরো বলেন, ছেলেকে হাফেজ বানানোর উদ্দেশ্যে গত ৩ বছর আগে এক হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করেছিলাম। হাফিজিয়া মাদ্রাসায় আমার ছেলে যেতে ইচ্ছুক না থাকায় চলতি বছর ছাইতানতলা দ্বিমুখী দাখিল মাদ্রাসায় ভর্তি করাই৷ অপর এক প্রশ্নের জবাবে রফিকুল বলেন, আমার মনে হয় পড়াশোনায় চাপের কারণে সে পালিয়ে গেছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. হাকিম আজাদ জানান, মাদরাসা ছাত্র নুশাতের নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। তার খোঁজ চলছে। আশা করা হচ্ছে, দ্রুতই খুঁজে পাওয়া যাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর