
জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সময় ডাটা এন্ট্রি অপারটেরদের এন্ট্রি জনিত ভুল হলে ফি ছাড়াই সংশোধন করে দেবে নির্বাচন কমিশন(ইসি)।এক্ষেত্রে ভোটার নিবন্ধন ফরম-২ অনুসরণ করবে সংস্থাটি।
সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় পরিচয়পত্র সংশোধনের সেবা সহজ ও নিশ্চিতকরণ সংক্রান্ত এক সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।
ইসি কর্মকর্তারা জানান,জাতীয় পরিচয়পত্রে তথ্য আপলোড করার সময় টাইপিং মিস্টেক হয়ে যায় যা আমার ডাটা এন্ট্রি অপারটেরদের এন্ট্রি জনিত ভুল বলে থাকি।এরকম ভুলের কারণে ভোটারে চাহিত সংশোধনের সঙ্গে যদি ভোটার নিবন্ধন ফরম সঠিক থাকে তাহলে কোনো রকম ফি ছাড়া জাতীয় পরিচয়পত্রের(এনআইডি) তথ্য সংশোধন করে দেওয়া হবে।
সূত্র জানায়, প্রতিটি উপজেলা/থানা নির্বাচন কার্যালয় হতে ভোটার নিবন্ধন ফরম (ফরম- ২) যথাযথভাবে আপলোড করা ও ভোটারগণ ভোটার নিবন্ধন ফরম-২ এ যথাযথ তথ্য প্রদান সত্ত্বেও ডাটা এন্ট্রি অপারটেরদের এন্ট্রি জনিত ভুল যাতে না সে বিষয়ে অধিকতর সতর্কতার সঙ্গে ডাটা এন্ট্রির অপারটেরদের কাজ করতে হবে। এছাড়া এ জাতীয় ভুলের কারণে আবেদন ফি ব্যতিত জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধন আবেদন করার জন্য সিএমএস(এনআইডি অনুবিভাগের কর্মকর্তাদের ব্যবহার করার জন্য ওয়েব সাইট) নতুন ফিল্ড সংযোজনেরও জন্য সিদ্ধান্ত হয়েছে।
সেবা প্রার্থীদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলে ইসি সচিব শফিউল আজিম কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, প্রত্যেকটি অফিসকে সেবাকেন্দ্র বিবেচনায় রেখে বাংলাদেশে বসবাসকারী এবং প্রবাসী নতুন ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধন, ভোটার স্থানান্তরসহ সকল কাজে সেবা প্রার্থীদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা প্রদান করতে হবে। কোন সেবা প্রার্থী যেন হয়রানির স্বীকার না হয় এবং কোন দালাল সুযোগ না পায় সেজন্য প্রত্যেকটি অফিসের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ক্লোজ মনিটরিং করতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করাসহ সেবাগ্রহিতার সন্তুষ্টি অর্জন ও দুর্নীতিমুক্ত সেবা প্রদানে সকলকে সর্বদা সচেষ্ট থাকতে হবে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর