
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক হলের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি, ধারণা করা হচ্ছে লোকটি ভবঘুরে; তার আনুমানিক বয়স ৬০ বছর।
রবিবার (২৭ অক্টোবর) ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজিবুল আলম।
তিনি বলেন, তার পরিচয় জানার চেষ্টা চলছে। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর