
ময়মনসিংহের ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষিকা রুকাইয়া বেগমকে যোগদানের অপতৎপরতার বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দিয়েছেন।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে বিদ্যালয় থেকে শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে এসে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৫ সালে সহকারী শিক্ষিকা রুকাইয়া বেগম চারিত্রিক স্খলন ও আসদাচরণে অভিযোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে প্রথমে সাময়িক, পরে চূড়ান্ত বরখাস্ত করা হয়। পরে আদালতে মামলা করেন অভিযুক্ত শিক্ষিকা, যা বর্তমানে চলামান। সম্প্রতি একটি প্রভাবশালী মহলসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ওই শিক্ষিকাকে বিদ্যালয়ে যোগদান করানোর অপচেষ্টা চালাচ্ছে।
সহকারী প্রধান শিক্ষক পারভীন অখতার রেবা বলেন, চারিত্রিক স্খলন ও আসদাচরণে অভিযোগে বরখাস্তকৃত শিক্ষিকাকে বিদ্যালয়ে যোগদানের চেষ্টা চলানোর প্রতিবাদে শিক্ষক,শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর অভিযোগ দিয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান ভুঁইয়া বলেন, রুকাইয়া বেগমকে যোগদানের বিষয় না। তার বিরুদ্ধে একটি তদন্ত আসে, সে তদন্ত করতে গিয়েছিল অ্যাকাডেমিক সুপারভাইজার।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর