
রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭ কেজি স্বর্ণের চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
রবিবার (২৭ অক্টোবর) বিকালে ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউ এস বাংলা বিমানের একটি ফ্লাইটের ভিতর থেকে সিটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় রাখা দুটি প্যাকেটের ভেতর থেকে ৬০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৮৬ লক্ষ টাকা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ইউএস বাংলা বিমানের (BS-218) ফ্লাইটটি অবতরণের পর সকল যাত্রী নেমে গেলে বিমানের ভেতরে তল্লাশি চালিয়ে পাশাপাশি দুটি সিটের (14A,15A) নিচে টেপ দিয়ে আটকানো ছাই কালারের দুটি প্যাকেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে এয়ারপোর্টে কর্তব্যরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে গ্রীন চ্যানেলের ভেতরে প্যাকেট খুলে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর