রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হল সাংবাদিকতা। সাংবাদিকদের বলা হয় জাতির দর্পণ বা আয়না। কিন্তু এই সাংবাদিকতার মতপ্রকাশের স্বাধীনতা না থাকলে বা সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে না দিলে একটি জাতি কোনো ভাবে সোজা হয়ে দাঁড়াতে পারবে না।
সোমবার সকালে রাঙ্গামাটি শহরের বনরূপায় খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদ এবং আটককৃতদের মুক্তির দাবিতে ঘণ্টাব্যাপী রাঙ্গামাটি কর্মরত সাংবাদিকদের প্রতীকী কর্মবিরতি কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।
এসময় রাঙ্গামাটি প্রেসক্লাবে সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্ম বিরতিতে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেসক্লাব এর সাবেক সভাপতি সুনীল কান্তি দে, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকসুদ আহমেদ, শামসুল আলম, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা সহ রাঙ্গামাটির কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রতীকী কর্মবিরতিতে সাংবাদিকরা আরো বলেন, আটককৃত সাংবাদিকদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সাংবাদিকরা হচ্ছে রাষ্ট্রের দর্পণ পেশাগত সাংবাদিকদের উপর হামলা, মামলা বন্ধ না হলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তাই অবিলম্বে খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধূরী সহ আটককৃত সাংবাদিকদের মুক্তির দাবি জানান কর্মরত সাংবাদিকরা।
ঘণ্টাব্যাপী প্রতীকী কর্মবিরতি শেষে রাঙ্গামাটির সাংবাদিকরা আটককৃত সকল সাংবাদিকদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর