কুমিল্লায় অভিনব কৌশলে মিনি পিকআপে করে মাদক পরিবহনকালে ৪৮ কেজি গাঁজা’সহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১ সিপিসি-২ এর দল। সোমবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ডে এলাকা থেকে আটক করেছে।
আটককৃতরা হলো- ব্রাহ্মনাড়িয়া জেলার কসাব উপজেলার খাইয়ুমপুর গ্রামের আইয়ুব খানের পুত্র মোঃ দিপু (২৭), একই জেলার কুলনা পাথর গ্রামের মৃত জামাল হোসেনের কামরুল ইসলাম (৩০); কামালপুর গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র মোঃ ছুটন মিয়া (৩০), নোয়াগাঁও গ্রামের টুনু মিয়ার পুত্র শিপন (৩০) এবং কামালপুর গ্রামের বাছির মিয়ার পুত্র মোঃ মাহফুজ (২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে অভিনব কৌশলে মিনি পিকআপের পিছনে মাছ রাখার ড্রামের মধ্যে ৪৮ কেজি গাঁজা লুকিয়ে রাখে।
এ সময় মোঃ দিপু (২৭); কামরুল ইসলাম (৩০); মোঃ ছুটন মিয়া (৩০); শিপন (৩০) এবং মোঃ মাহফুজ (২৪) নামক ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে হেফাজত হতে ৪৮ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১টি মিনি পিকআপ উদ্ধার করা হয়।
কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা সহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহণ করতো। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর