চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ১১ শিক্ষার্থীকে মুচলেকা নিয়ে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃতদের মধ্যে ৭ জনকে ২ বছরের জন্য, ১৫ জনকে এক বছর ৬ মাসের জন্য, ৩৯ জনকে এক বছরের জন্য এবং ১৪ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, শাস্তিপ্রাপ্তদের বেশিরভাগই সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মী ও সমর্থক। তারা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অনুসারী হিসেবে পরিচিত।
বিষয়টি নিশ্চিত করে চমেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, প্রায় দেড় মাস আগে ১২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রতিবেদনের সুপারিশে ১৪ জন ইন্টার্ন চিকিৎসকসহ চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের ৭৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ শাস্তি দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তদন্তের কাজ সম্পন্ন করে প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্ত কমিটির প্রতিবেদন, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে গতকাল অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আজকে থেকে কার্যকর হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর