
বরগুনার বামনায় পাথরঘাটা থেকে ছেড়ে আসা-চট্টগ্রামগামী বলেশ্বর পরিবহন উল্টে খাদে পড়ে যায় এতে প্রায় ৬/৭ জন আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকালে ১০ টায় পাথরঘাটা হইতে চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে আসা বলেশ্বর পরিবহন ঢাকা মেট্র-ব-১১৮৮০৩ বাসটি বুকাবুনিয়া ইউনিয়নের জয়নগর বাজার সংলগ্ন জোমাদ্দার বাড়ির সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কের বাহিরে উল্টে পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এসময় গাড়ির ভিতরে থাকা যাত্রীদের মধ্যে ৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে আহত ৩ জনকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অন্য আহত যাত্রীদের ডৌয়াতলা সৌদি প্রবাসী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। তবে কোন নিহতের ঘটনা ঘটেনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর