মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সিরিজ বাঁচানোর মিশনে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। তবে এই টেস্টের আগে আলোচনা অধিনায়ক নাজমুল শান্তর নেতৃত্ব ছাড়তে চাওয়ার বিষয়টি।
এদিকে টেস্ট ম্যাচ শুরুর আগের দিন হঠাৎ করতে পরিবর্তন এসেছে বাংলাদেশ স্কোয়াডে। অনুশীলনে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন ঢাকা টেস্টে অভিষেকে দ্বিতীয় ইনিংসে অর্ধশতক হাঁকানো ব্যাটার জাকের আলী অনিক। দুর্দান্ত পারফর্মের কারণে চট্টগ্রাম টেস্টেও তার একাদশে থাকা অনেকটাই নিশ্চিত ছিল।
জাকের আলী অনিক ছিটকে যাওয়ায় তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার মাইদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন ২৫ বছর বয়সী অঙ্কন।
সোমবার (২৮ অক্টোবর) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাকেরের বাদ পড়া ও অঙ্কনের ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। কনকাশনের কারণে জাকেরকে বাদ দেয়ার কথা বলা হয়েছে।
এদিকে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, গতকাল রোববার (২৭ অক্টোবর) ব্যাটিং অনুশীলনের সময় কনকাশনের ভুক্তভুগী হন জাকের আলী। অতীতেও তার কনকাশনের ইতিহাস আছে এবং তার মধ্যে এখনও কিছু উপসর্গ দেখা যাচ্ছে। তার পূর্ববর্তী কনকাশনের ঘটনার ওপর ভিত্তি করে বোঝা যাচ্ছে যে, সেরে উঠতে তার কিছুটা সময় লাগবে। তার শারীরিক অবস্থার কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন।
ঢাকা বিভাগের হয়ে খেলা অঙ্কন এখন পর্যন্ত ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তাতে ৩০.৬৯ গড়ে ১৯৩৪ রান করেছেন তিনি। ৩টি শতক ও ৮টি অর্ধশতক হাঁকিয়েছেন। চলমান জাতীয় ক্রিকেট লিগে সিলেট ডিভিশনের বিপক্ষে একমাত্র ইনিংসে খেলা ১১৮ রানের ইনিংসটিই তার ক্যারিয়ারের সর্বোচ্চ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর