ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে বিশ্ববিদ্যালয় শাখার কর্মীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইকবাল হোসেন শিকদার এবং সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মো. আসাদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক জনাব মো: মাকসুদুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের এ ক্যাম্পাস শহীদের রক্তস্নাত মাটি। এই মাটিতে আমার ভাইদের রক্ত ঝড়েছে সুতরাং এখানে ইসলামের বিজয় সুনিশ্চিত। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় জীবনের রক্তঝরা ইতিহাসের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে চব্বিশ এর শহীদ ইকরামুল হক কাউছার এর স্মৃতিচারণ করেন শাখা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জনাব মাইনুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে শাখা সেক্রেটারি আসাদুল ইসলাম বলেন, ২৮ অক্টোবর ও ২৪ এর জুলাই বিপ্লবের শহীদরা আমাদের অনুপ্রেরণা। যুগে যুগে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা শহীদের নজরানা পেশ করতে কখনো পিছপা হয় না। বরং একেকটা শহীদের ইতিহাস আমাদের শাহাদাতের তামান্নাকে আরও বৃদ্ধি করে। আমরা বিশ্বাস করি শহীদের রক্ত আমাদের মাটিকে ইসলামী আন্দোলনের জন্য উর্বর করে তুলে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে শাখা সভাপতি ইকবাল হোসেন শিকদার বলেন, সকল বাঁধা উপেক্ষা করে আমরা আমাদের আদর্শ ও নৈতিক চরিত্রের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাব। আওয়ামী নর পিশাচদের মত আর কোন অশুভ শক্তি যেন বাংলার বুকে আর মাথাচাড়া দিয়ে উঠতে না সে ব্যাপারে আমাদের অগ্রনি ভূমিকা রাখতে হবে। একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়তে আমাদের জ্ঞান বিজ্ঞানে অগ্রণী ভুমিকা রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রদের মাঝে আমরা ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ। ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবসের সকল শহীদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সেই সাথে ২৪ এর বিপ্লবে নিজের জীবনকে উৎসর্গ করে যেসব ভাই আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর