
নড়াইলের নড়াগাতি থানা পুলিশ ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার আসামি রুবেল মীর (৩১) নামে একজনকে গ্রেফতার করেছে।
সোমবার (২৮ অক্টোবর) বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে জেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া আশরাফ মীরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া সাকিনস্থ আলতাফ হোসেনের বাড়ির সামনে পাঁকা রাস্তা হতে রুবেল মীরকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, আসামি রুবেল মীরের নামে একাধিক মামলা রয়েছে। এ সংক্রান্ত নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর