যশোরে যৌথবাহিনীর অভিযানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল আটক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার (২৭ অক্টোবর) যৌথবাহিনীর এক অভিযানে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বদিউজ্জামাল বাদলকে গ্রেফতার করে সেনাবাহিনী। গতকাল সোমবার (২৮ অক্টোবর) আদালত চালান করলে আদালত বাদলকে কারাগারে প্রেরণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে যবিপ্রবি প্রক্টর ইঞ্জিনিয়ার ড. মোঃ আমজাদ হোসেন বলেন, কোতোয়ালি থানার ওসি সূত্রে জানতে পারি যৌথবাহিনীর অভিযানে বাদলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাদলের বিষয়ে যদি সুনির্দিষ্ট অভিযোগ কেউ করে অবশ্যই তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সেনাবাহিনী ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাকে মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেনি।
উল্লেখ্য, বাদলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পেটানোর অভিযোগের পূর্ব একটি মামলা সহ ফৌজদারি অপরাধের জন্য তার নামে মামলা রয়েছে বলে জানা যায় বিভিন্ন সূত্রে। বিভিন্ন সময় সন্ত্রাসী ও বিশৃঙ্খলামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয় কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদলকে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর