এক আলোচনা সভার মাধ্যমে গতকাল সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ্যে এসেছে। সংগঠনটির সভাপতি এইচ এম আবু মুসা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে সেক্রেটারি মাহমুদুল হাসান ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এদিকে প্রকাশ্যে এসেই লেজুড়বৃত্তি ছাত্র-রাজনীতির বিষয়ে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২ টায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা বলেন, লেজুড়বৃত্তি ছাত্র-রাজনীতি বন্ধের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রশিবির সম্পূর্ণ একমত। আমরা স্পষ্ট করছি, সাধারণ শিক্ষার্থীরা যা চায় একটি দায়িত্বশীল ও ছাত্রসংগঠন হিসেবে আমরাও তাই-ই চাই। বিগত সময়ে শিক্ষার্থীরা দেশে ও ক্যাম্পাসে ছাত্র-রাজনীতির যে রূপ দেখেছে তা মূলত ছাত্র-রাজনীতি নয়। আমরা আরো স্পষ্ট করছি, আমরা কোনো লেজুড়বৃত্তি ছাত্রসংগঠন নয়। শিবিরের নেতা নির্বাচন হয় সংগঠনের সদস্যের ভোটে।
এসময় গোপন রাজনীতি করার বিষয়ে তিনি বলেন, এতোদিন আমরা প্রকাশ্যে সংগঠনের কার্যক্রম পরিচালনা করিনি এ কথাটি শতভাগ সত্য নয়। স্বৈরাচারী শাসনের কারণে ছাত্রশিবির চাপে ছিল বটে তবে কোনো সময়ই নিষ্ক্রিয় ছিল না। প্রতিবছরই আমাদের নতুন কমিটি হয়েছে, আমার সবসময়ই কার্যক্রম পরিচালনা করেছি। আমরা কখনোই গোপন ছিলাম না। এখনো হঠাৎ করে প্রকাশ্য হওয়ার মতো কোনো বিষয় দেখছি না।
ক্যাম্পাসে ভিন্ন মতের সংস্কৃতি চর্চা বিষয়ে শিবির সভাপতি বলেন, ছাত্রশিবির সুষ্ঠু সংস্কৃতি চর্চায় বিশ্বাসী। এতে যেকোনো মতের সাংস্কৃতিক সংগঠন তাদের নিজস্ব মত অনুযায়ী সাংস্কৃতিক চর্চা করতে পারবে। এখানে ছাত্রসংগঠন হিসেবে আমাদের বাঁধা দেওয়ার কিছু নেই। এটা তাদের মৌলিক অধিকার। যদি একটি শিক্ষার্থীবান্ধব ও আন্তর্জাতিক মানের ক্যাম্পাস গড়তে চাই তাহলে সকল সাধারণ শিক্ষার্থীকে একটি প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে। দাবি দাওয়া আদায়ে দল-মত ভুলে সবাইকে একটি জায়গায় এসে দাঁড়াতে হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর