নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের পাশে বিড়ির ফ্যাক্টরি স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় ইউএনও কার্যালয় চত্বরে আধাঘণ্টা ব্যাপী তারা এই মানববন্ধন করে।
এসময় বক্তারা বলেন, কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রথমে উপজেলার জামনগর ইউনিয়নের গয়লার ঘোপ গ্রামে একটি মাদ্রাসার পাশে মনোমহন বিড়ি ফ্যাক্টরি স্থাপনের চেষ্টা করে। জানতে পেরে সেখান থেকে প্রশাসন তা সরিয়ে দেয়। পরে আবারো ওই ফ্যাক্টরিটি একই গ্রামে একটি মসজিদের পাশে স্থাপন করা হচ্ছে। ওই মসজিদে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত ৮০-৯০ জন শিশু নিয়ে একটি মক্তবের কার্যক্রম চলমান আছে।
এছাড়া বিড়ি ফ্যাক্টরিটি স্থাপনে সাধারণ মানুষের হাঁপানি, যক্ষ্মা, ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এসব কারণে বিড়ির ফ্যাক্টরিটি ওই স্থানে স্থাপন না করে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন শহিদুল ইসলাম, সুলতানুল ইসলাম, সোহেল রানা প্রমুখ। শেষে জেলা প্রশাসক বরাবর গ্রামবাসীদের সাক্ষরিত এক স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের হাতে হস্তান্তর করেন।
এ বিষয়ে মনোমহন বিড়ি ফ্যাক্টরির কর্মকর্তা মইনুল ইসলাম সান্টু সাংবাদিকদের জানান, বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দপ্তরের অনুমতি নিয়ে ফ্যাক্টরিটি স্থাপন করা হচ্ছে।
একই গ্রামে আরো তিনটি বিড়ির কারখানা রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এই মনোমহন বিড়ি কারখানাটি স্থাপনে কিছু ব্যক্তি ষড়যন্ত্র করছে।
এ বিষয়ে ইউএনও অনামিকা নজরুল বলেন, স্মারকলিপি গ্রহন করা হয়েছে। বিষয়বস্তু দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর