
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার একাধিক গ্রামে পাগলা কুকুরের কামড়ে মহিলাসহ প্রায় ১০ জন আহত হয়েছে বলে জানাগেছে। এ ছাড়াও কয়েকটি গবাদি পশুকেও কামড়েছে শিয়াল।
গত তিন দিনে উপজেলার মহাদান ইউনিয়নের ফয়েজের মোড়, বাউসিসহ একাধিক গ্রামে এ ঘটনা ঘটে। শিয়ালের কামড়ে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। তবে হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় চিকিৎসা প্রদানে বিঘ্ন ঘটেছে বলে রোগীদের সূত্রে জানাগেছে। সোমবার (২৮ অক্টোবর) গ্রামবাসী পাগলা শেয়ালকে পিটিয়ে মেরে ফেলেছে বলে জানাগেছে।
উপজেলা হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার মহাদান ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাগলা শিয়ালের কামড়ে মহিলাসহ ১০ জন আহত হয়। আহতরা হলেন, মহাদান গ্রামের সাঁজাল খাঁনের পুত্র রশীদ খাঁন (৬০), মিরাজের পুত্র কাঞ্চন (৩০) ফরিদের পুত্র হাসান (১২), নাওগোলা গ্রামের মজিবর রহমানের স্ত্রী মরিয়ম বেগম (৪৫), আব্দুল গণির পুত্র মাসুদ রানা (৩৮), ইজারা পাড়া গ্রামের মিজানুর রহমানের পুত্র মুক্তা (২৬), ফুলার পাড়া গ্রামের সৈয়দ আলীর পুত্র তোতা মিয়া (৬০), বাউসি মধ্যপাড়া গ্রামের শাহাজ উদ্দিনের পুত্র সেলিম (২২)।
ছাড়াও বেশ কয়েকটি গবাদি পশুকে পাগলা শিয়াল কামড়িয়ে আহত করে বলে প্রাণী সম্পদ অফিস সূত্রে জানাজায়। সোমবার রাতে বাউসী পঞ্চপীর এলাকায় স্থানীয় জনতা পাগলা শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেছে বলেও জানা গেছে। শিয়াল মেরে ফেলার ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক বলেন, পাগলা শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর