
স্বৈরাচার, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে যাদের হত্যা করা হয়েছে সেই শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে তার দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। ফ্যাসিস্ট ও তাদের সব দোসরের বিচার দেশের মাটিতেই হবে। তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে তাদের ঠাঁই দেওয়ার কোন সুযোগ নেই। তাদের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবেনা তা ছাত্রজনতা ও জনগণ দেখবে বলে মন্তব্য করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা মাঠে শেরপুর উপজেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ ও বগুড়া-৬ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড. এ কে এম মাহবুবর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুভ, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশসহ মহিলা দল, কৃষকদল, তাঁতিদল, মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রেী কমিটির সদস্য মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য শফিকুল আলম তোতা, জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি, সিনিয়র সহ-সভাপতি হবে পিয়ার হোসেন, মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক মামুনুর রশিদ আপেল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান নিলু, এ কে এম তৌহিদুজ জামান পলাশ, আবু সাঈদ, বদিউজ্জামান বদি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রবাসী কল্যাণ সম্পাদক কায়কোবাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, জাকারিয়া মাসুদ, যুগ্ম আহ্বায়ক সবাইদুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহাব্বত আলী সরকার, পৌর শ্রমিক দলের সভাপতি মুকুল হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম নূর, যুগ্ম আহ্বায়ক শুয়াইব আহমেদ চপল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ কাউছার আলী কলিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, পৌর বিএনপি নেতা আব্দুল লতিফ, বিএনপি নেতা আফতাব হোসেন তালুকদার, আব্দুল ওহাব, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আক্তার পুটি প্রমুখ।
প্রধান বক্তা গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে। তার দোসররা বিভিন্নরূপে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। ফ্যাসিস্ট শাসন আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, হামলা হয়েছে। তাদের যথার্থ মূল্যায়ন করা হবে। আওয়ামী সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
শাকিল/সাএ
সর্বশেষ খবর