সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রামবাসীরা মাইকিং করে লোকজন জমায়েত করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাট ও বসতবাড়ি ভাঙচুর করা হয়। এ সময় দুপক্ষের অন্তত: ১০জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় শিল্পপার্ক এলাকায় এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, সয়দাবাদ ইউনিয়নের পুনর্বাসন বড় মাঠে সম্প্রতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার খেলা চলাকালে মোহনপুর ও পঞ্চসোনা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ নিয়ে গত কয়েকদিন যাবত উভয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলছিল। পাশাপাশি পঞ্চসোনা গ্রামের লোকজন সিরাজগঞ্জ শহরে যাতায়াতের পথে মোহনপুর গ্রামের লোকজন কয়েক দফায় কয়েকজনকে মারধর করেন। এ অবস্থায় মঙ্গলবার সকালে মোহনপুর ও পঞ্চসোনা গ্রামবাসী মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে লোকজন জমায়েত করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে ধাওয়া পালটা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, কয়েকটি দোকানপাট ও বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষে অন্তত: ১০জন আহত হন। এদের মধ্যে পঞ্চসোনা গ্রামের হেলালের ছেলে ফরহাদকে মাথায় কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে আশংকাজনক অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর