সিরাজগঞ্জে আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামি আব্দুল মমিনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোরে মাগুড়া জেলা সদরের কচুন্দী এলাকায় র্যাবের একটি দল তাকে আটক করে। আটক আব্দুল মমিন সিরাজগঞ্জ সদর উপজেলার ডুমুর ইছা গ্রামের মৃত হানিফ শেখের ছেলে।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার এম. আবুল হাশেম সবুজ জানান, গত ১ অক্টোবর সন্ধ্যায় ফাতেমা খাতুন নামে এক নারী তার ফার্মের মালিকের শ^শুর বাড়িতে ডিম পৌঁছে দেয়ার জন্য অটোযোগে সিরাজগঞ্জ নিউ মার্কেটের নিকট আসেন এবং সেখান থেকে এক লোকের ভ্যান রিজার্ভ করে বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রামের দিকে রওনা হয়। সন্ধ্যা সাতটার দিকে ডুমুরইছা হাটখোলা বাজার পাওয়ার আগেই দুর্বৃত্তরা ভ্যানটি থামিয়ে জোরপূর্বক ভ্যানের উপর উঠে এবং কিছুদূর যাবার পর ভ্যানটি থামিয়ে ওই নারীকে জোরপূর্বক ইউক্যালিপটাস গাছের বাগানের ভিতরে নিয়ে যায় এবং জোরপূর্বক গণধর্ষণ করে। এসময় দুর্বৃত্তরা ওই নারীর কাছে থাকা একটি টাচ মোবাইল ফোন এবং তার স্বর্ণের কানের দুল খুলে নিয়ে অপরিচিত সিএনজিতে উঠিয়ে দিলে সিএনজি চালক তাকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে এনে নামিয়ে দেয়। এরপর ওই নারী সেখান থেকে একটি রিকশাযোগে তার মালিকের মুরগির ফার্মে যায় এবং মালিককে ঘটনার কথা বিস্তারিত জানায়। গণধর্ষণের ফলে ভিকটিম গুরুতর আহত হলে ২ অক্টোবর ফার্মের মালিক তাকে সিরাজগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করেন এবং ওই নারী সুস্থ হলে নিজেই বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামীরা পলাতক ছিল।
র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় মঙ্গলবার ভোর রাতে র্যাব-১২, ও র্যাব-৬ মাগুড়া জেলার সদর থানাধীন কচুন্দী এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে আব্দুল মমিনকে আটক করা হয়। তিনি আরো জানান, আটক মমিনকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর